যশোরে ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন গর্ভধারিনী মা। বুধবার সদর উপজেলার কামালপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেছেন।
মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত সন্তান হলেন, মনিরুজ্জামান।
মামলায় বলা হয়, নিলুফার স্বামী দীর্ঘ পাঁচ বছর যাবৎ অসুস্থ। তার এক ছেলে ও চার মেয়ে রয়েছে। গর্ভধারিনী মা হওয়া সত্ত্বেও মনিরুজ্জামান ও তার স্ত্রী ভোরণপোষণ বা চিকিৎসা ব্যয় দেয় না। ফলে বাধ্য হয়ে প্রতিবেশি ও স্বজনদের কাছে হাত পেতে মানবেতর জীবনযাপন করে বয়োবৃদ্ধ নিলুফা। ২০ নভেম্বর ভরণপোষণ ও ওষুধ কেনার কথা বললে আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাড়ি থেকে বের করে দেয়। নিলুফা বর্তমানে তার ভাইয়ের বাড়িতে অবস্থান করছেন। ডাল-ভাত ও ওষুধের দাবিতে নিরুপায় হয়ে তিনি আদালতের শরাণাপন্ন হয়েছেন।