খুলনা, বাংলাদেশ | ৯ ফাল্গুন, ১৪৩১ | ২২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
  ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার

বড় সংগ্রহে ইনিংস ঘোষণা ইংল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোডে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় দিন শেষে রানের পাহাড় গড়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। বেন স্টোকস এবং ডমিনিক শিবলির সেঞ্চুরিতে দিন শেষে ৪৬৯ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে ইংল্যান্ড।
এর আগে প্রথম দিনে বৃষ্টির বাধায় টসে দেরি হলেও টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেশ বিপাকে পরে ইংল্যান্ড। শুরুতে ব্যাটিংয়ে নেমে রুস্তন চেইজের জোড়া আঘাতে ২৯ রানেই ২ উইকেট হারায় ইংল্যান্ড। ৮১ রানে আলজাররি জোসেফের বলে অধিনায়ক জো রুট আউট হয়ে ফিরে গেলে ইংলিশদের সামনের রাস্তাটা ক্রমশই অন্ধকার হয়ে আসছিলো। তবে সেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন বেন স্টোকস এবং ওপেনার ডমিনিক শিবলি।
৪র্থ উইকেট জুটিতে ২৬০ রানের এক অনবদ্য জুটি গড়েন দুজন। ব্যাক্তিগত ১২০ রানের মাথায় রুস্তন চেইজের বলে কেমার রোচের হাতে ক্যাচ দিয়ে ফেরার সময় ইংল্যান্ডের দলীয় রান প্রায় সাড়ে তিনশ (৩৪১) ছুঁই ছুঁই।
ডমিনিক শিবলি এবং বেন স্টোকসের জুটি ভাঙ্গার পর আর সেভাবে দাড়াতে পারেনি ইংলিশরা। বেন স্টোকসের ইনিংসের সর্বোচ্চ ১৭৬ রানের উপর ভর করে ইংল্যান্ডের দলীয় রান দাড়ায় ৪৬৯ হাতে একটি উইকেট থাকতেই ডিক্লেয়ার ঘোষণা করে তারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন রুস্তন চেইজ।
জবাবে ব্যাটিংয়ে নেমে দিনের শেষভাগে উইকেট হারিয়ে চাপে আছে ক্যারিবিয়ানরা। দলীয় মাত্র ১৬ রানে স্যাম কুরানের শিকার হয়ে ফেরেন ওপেনার জন ক্যাম্পবেল। এরপর দিন শেষে আরও ১৬ রান যোগ করে দিনের খেলা শেষ করেন দু’দল।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!