খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

বড় পর্দায় জুটি বাঁধছেন যশ-মধুমিতা!

বিনোদন ডেস্ক

এক দশক আগের কথা। কলকাতার টিভি চ্যানেল স্টার জলসায় প্রচারিত ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি ও অরণ্য সিং রায় চরিত্রে অভিনয় করে শোরগোল ফেলে দেন মধুমিতা সরকার এবং যশ দাশগুপ্ত। বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। টলি বাজারে গুঞ্জন, একসময়ের ছোট পর্দার হিট জুটিকে এবার বড় পর্দায় দেখা যাবে।

যশ ও মধুমিতা দুজনেই এখন বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন। এখনো একসঙ্গে কোনো সিনেমায় কাজ না করলেও কয়েক বছর আগে একটি মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছিলেন যশ-মধুমিতা। ‘ও মন রে’ শিরোনামের সেই ভিডিও নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। সূত্রের খবর, দুজনেই একসঙ্গে ছবি করতে চাইছেন। তা নিয়ে দুপক্ষের কথাবার্তাও নাকি এগিয়েছে অনেকদূর।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন যশ। সেখানে এক অনুরাগীর প্রশ্ন ছিল, যশ এবং মধুমিতাকে একসঙ্গে ছবিতে কবে দেখা যাবে? উত্তরে যশ মজা করে লেখেন, ‘আমি আরেকটু বড় অভিনেতা হয়ে যাই। তারপর করব।’

যশের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধার ব্যাপারে আনন্দবাজার অনলাইনকে মধুমিতা বলেন, ‘আমার তো ইচ্ছা রয়েছে। আমাদের কথা হতেই থাকে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’ যশের সঙ্গে জুটি নিয়ে তিনি কতটা আশাবাদী? উত্তরে অভিনেত্রী বলেন, ‘সবটাই নির্ভর করছে ছবির বিষয়বস্তু এবং পরিচালকের ওপর। অভিনেতা হিসেবে আমরা তো আপ্রাণ চেষ্টা করবই। বাকিটা দর্শকদের ওপরে ছেড়ে দেওয়াই ভালো।’

প্রসঙ্গত, বর্তমানে যশ তার প্রথম হিন্দি ছবি ‘ইয়ারিয়া ২’-এর শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি চলছে ‘শিকার’-এর কাজ। অন্য দিকে, মধুমিতা অভিনীত ‘চিনি ২’ আছে মুক্তির অপেক্ষায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!