খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

বড় দরপতন দেশের দুই পুঁজিবাজারে

গেজেট ডেস্ক

দুই দিন না যেতেই আবারও বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। ফলে সোম ও মঙ্গলারের পর বুধবার (২ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৩ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২০ পয়েন্ট। সূচকের পাশাপাশি এদিন লেনদেনও কমে ১১ মাসের মধ্যে সর্বনিম্ন স্থানে চলে এসেছে।

বুধবার শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বিদুৎ ও জ্বালানিসহ সবকটি খাতের শেয়ার বিক্রিতে হিড়িক পড়ে। শেয়ার বিক্রির এই ধাক্কায় উভয় বাজারে দরপতন হয়েছে। এই দরপতনে একদিনে বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়েছে ৪ হাজার ২৬২ কোটি ৮৩ লাখ ১৮ হাজার টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে একটি গোষ্ঠী বাজারে বিভিন্ন গুজব ছড়িয়ে ফায়দা লুটছে। পাশাপাশি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক মিলে ১১৬টি প্রতিষ্ঠানের সাড়ে ৮ হাজার কোটি টাকার নেগেটিভ ইকুইটি সমন্বয়ের সীমা ভুল বোঝাবুঝি এবং পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দ্বন্দ্বের ইস্যুতে পুঁজিবাজারে দরপতন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার বাজারে ৩৭৯টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ১৬৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৮৮টির, অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ৫৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ১০ দশমিক ৩০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১৯ দশমিক ৪৫ পয়েন্ট।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার।

তাতে দেখা গেছে, প্রায় ১১ মাসের মধ্যে ডিএসইতে সর্বনিন্ম লেনদেন হয়েছে বাজারটিতে। এর আগে ডিএসইতে ২০২১ সালের ১৮ এপ্রিল লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকার।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিএসসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইয়াকিন পলিমার, সাইফ পাওয়ার, ওরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, ফরচুন সুজ, ব্র্যাক ব্যাংক এবং ফারইস্ট ইসলামী লাইফ লিমিটেড।

একই দিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১২০ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৮৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৪, অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮১ লাখ ৭ হাজার ৭৭৪ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৯ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৩৬৮ টাকার শেয়ার।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!