বড় জয় দিয়ে লা লীগার চলতি মওসুম শেষ করলো বার্সেলোনা। রবিবার রাতে বার্সেলোনা লীগে তাদের শেষ ম্যাচে ৫-০ গোলে পরাজিত করেছে অ্যালাভেজকে। প্রতিপক্ষের মাঠে এটা ছিল চলতি মওসুমে তাদের সবচেয়ে বড় ব্যবধানে জয়। অধিনায়ক লিওনেল মেসি দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি করেন দুটি গোল। এছাড়া একটি করে গোল করেছেন আনসু ফাতি, নেলসন সেমেডো এবং লুইস সুয়ারেজ। আগের ম্যাচে নিজেদের মাঠে ওসাসুনার কাছে ২-১ গোলে পরাজিত হওয়া বার্সেলোনা এ ম্যাচ খেলেছে অবিশ^াস্য ভাল।
এ ম্যাচে শুরু থেকেই দুরন্ত গতির ফুটবল খেলেছে বার্সেলোনা। তাদের দ্রুত গতির পাস এবং পরিকল্পিত ফুটবলের সামনে স্বাগতিকরা হয়ে পড়ে অসহায়। প্রথমার্ধেই বার্সেলোনা করে তিন গোল। এছাড়া এ অর্ধে তিনবার বল পোস্টে ও বারে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে গোলের সুচনা করেন তরুন ফাতি। এর পর মেসি ব্যবধান দ্বিগুন করেন। বিরতির আগেই ব্যবধান বাড়িয়ে ৩-০ করেন লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সেমেডো চমৎকার কোনাকুনি শটে বল জালে পাঠালে গোলের হালি পূর্ণ হয়। খেলার ১১ মিনিট বাকি থাকতে মেসি করে ম্যাচে তার দ্বিতীয় গোল। এর মাধ্যমে তিনি লীগে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জণ করলেন। তার গোল সংখ্যা ২৫টি। এ নিয়ে তিনি সাতবার লা লীগায় সর্বোচ্চ গোলদাতা হলেন। বার্সেলোনা ৩৮ ম্যাচ থেকে ৮২ পয়েন্ট নিয়ে মওসুম শেষ করলো। তারা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে। রিয়াল এক ম্যাচ কম খেলেছে। এ ম্যাচের পরাজিত দল অ্যালাভেজ ৩৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে থেকে লীগ শেষ করলো।
খুলনা গেজেট/এএমআর