মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ স্বাগতিক শিবিরে। দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও অনিশ্চিত তিনি। আজ নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসকে। প্রথম ম্যাচ ২-০ গোলে জেতায় আজ ড্র করলেই সিরিজ বাংলাদেশের। স্বাগতিকরা সোনালি উৎসবের অপেক্ষায়। অন্যদিকে শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চায় নেপাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ টেলিভিশন ও টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। তবে প্রথম ম্যাচে জয় পেলেও আত্মতৃপ্তি ছিল না। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে জামাল ভূঁইয়াদের পারফরম্যান্স ছিল ম্যাড়মেড়ে।
শেষ ম্যাচে পুরো ৯০ মিনিট ভালো খেলার কথা সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন স্বাগতিক অধিনায়ক জামাল ভূঁইয়া। তার কথা, ‘প্রথম ম্যাচের প্রথমার্ধটা ভালো ছিল। দ্বিতীয়ার্ধে অনেক কষ্ট করতে হয়েছে। সেজন্য এবার আমাদের লক্ষ্য দুই অর্ধেই যেন ভালো খেলতে পারি।’ করোনা পজিটিভ হওয়া প্রধান কোচ জেমির জন্য আফসোস ছিল ফুটবলারদের। দ্বিতীয়বার পজিটিভ হওয়ায় এখন নিশ্চিত ডাগআউটে তাকে পাওয়া যাবে না। তবে এতে কোনো সমস্যা হবে না বলে জানান জামাল, ‘জেমি থাকুক আর না থাকুক, জয়েই আমাদের ফোকাস থাকবে। কারণ আমাদের জন্য জেমির নির্দেশনা ও ট্যাকটিক্যাল ব্যাপারগুলো একই। জেমি না থাকলে সেটা বড় সমস্যা হবে না।’ এ দুই ম্যাচকে কাতারের বিপক্ষে আসল পরীক্ষার প্রস্তুতি হিসেবে দেখছেন কোচ জেমি। অধিনায়ক জামালেরও চাওয়া শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের প্রস্তুত করা। এই মিডফিল্ডার বলেন, ‘কোচ এরই মধ্যে আরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলার আবেদন করেছেন। কারণ কোস্টারিকা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে কাতার। আমাদেরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা প্রয়োজন।’
অন্যদিকে প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় নেপাল। জয় দিয়েই সিরিজ শেষ করতে চান দেশটির কোচ বাল গোপাল মহারজন।
এরই মধ্যে করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডিফেন্ডার রনজিৎ ধিমাল। বাল গোপালের কথা, ‘প্রথম ম্যাচের পরের তিনদিন আমরা দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিয়েছি। ভালো পারফরম্যান্সের দিকে মনোযোগ দিচ্ছি। প্রথম ম্যাচের হার থেকে আমরা অনেক কিছু শিখেছি। ডিফেন্ডিং থার্ডে আমরা কিছু ভুল করে গোল খেয়েছিলাম। আশা করি, এবার পুরো দল ভালো খেলবে। ধিমালের ফেরাও আমাদের শক্তি জোগাবে।’
খুলনা গেজেট/এএমআর