স্টুয়াট ব্রডের দারুণ বোলিংয়ে ম্যানচেস্টারে সফরকারী ওয়েস্ট ইন্ডিজেরর বিপক্ষে বড় লিড পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। স্বাগতিক ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে আজ তৃতীয় দিন মধ্যন্থ বিরতির আগেই ১৯৭ রানে অল আউট হয়ে যায়। মাত্র ৮ রানের জন্য ফলো এড়াতে পারলেও প্রথম ইনিংসে ১৯২ রানের বড় লিড পায় স্বাগতিকরা।
৬ উইকেটে ১৩৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের সকালে এসে গুটিয়ে গেল তারা মাত্র ১৯৭ রানে। স্টুয়ার্ট ব্রডের তেজি গতির সামনে টিকতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৪ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৩১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে ১৭২ রানের বিশাল লিড পাওয়া ইংল্যান্ড এখন ম্যানচেস্টার টেস্টে জেতার স্বপ্ন দেখছে।
তৃতীয় দিনের লাঞ্চের আগেই ওয়েস্ট ইন্ডিজ বাকি ৪ উইকেট হারায়। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্রুতগতিতে লিড বাড়ানোর চেষ্টায় ছিল। সিরিজের দ্বিতীয় টেস্টে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কোচ সিমন্স দলের ব্যাটিংয়ের ওপর সব দায় চাপান। কিন্তু সিরিজ নির্ধারণী শেষ টেস্টের প্রথম ইনিংসে এসেও সেই বাজে ব্যাটিংয়ের কবল থেকে বেরোতে পারেনি তার দল।
মিডলঅর্ডারে অধিনায়ক জেসন হোল্ডার ও শেন ডরউইচ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। কিন্তু স্টুয়ার্ট ব্রড যেন পণ করে নেমেছেন নির্বাচকদের দেখিয়ে দিতে হবে! সিরিজের প্রথম টেস্টে তাকে দলেই রাখা হয়নি। সেই ব্রডই এখন সিরিজের সর্বোচ্চ ১১ উইকেটের শিকারী! ১৪০ টেস্টে ৪৯৭ উইকেট শিকারী স্টুয়ার্ট ব্রড এখন ৫০০ উইকেটের মাইলফলকের খুব কাছে। দ্বিতীয় ইনিংসেই সেই সাফল্যে পৌঁছে যেতে পারেন ইংলিশ এই পেসার।
খুলনা গেজেট/এএমআর