ম্যাচের আগে আলোচনায় ছিল, ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হচ্ছেন কে, নাঈম শেখ না কি অভিষেকের অপেক্ষায় থাকা মুনিম শাহরিয়ার। পরে দেখা গেলো শুরুতে নামলেন নাঈম ও মুনিম। কিন্তু দলীয় ১০ রানের মাথায় ফজল হক ফারুকির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নাঈম।
ওয়ানডাউনে নামা লিটন দাসের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে থাকেন অভিষিক্ত মুনিম। ব্যাট হাতে আশার আলো দেখাচ্ছিলেন। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। পঞ্চম ওভারের শেষ বলে রশিদ খানের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুনিম শাহরিয়ার। আউট হওয়ার আগে ১৮ বল মোকাবিলায় ১৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ছয় ওভারে স্কোর দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৩৭ রান।
এরপর সাকিব আল হাসান নামলেও সুবিধা করতে পারেননি। দলীয় ৪৭ রানের সময় কাইস আহমেদের বলে মুজিব উর রহমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। করেছেন ৬ বলে মাত্র ৫ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭১ রান। লিটন দাস ৩৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত আছেন।