বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তৃতীয় ম্যাচে জেমকন খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এর ফলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি। একদিকে রাজশাহীর শিবিরে নেই কোনো ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। অপরদিকে সাকিব, মাহমুদউল্লাহ, বিজয়, ইমরুল কায়েস, শফিউলসহ তারকা খেলোয়াড়ে ঠাঁসা দল জেমকন খুলনা। তাঁর পরও সাকিব-মাহমুদউল্লাহদের বিপক্ষে ১৬ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে ৩৬ রানে ৪ উইকেট হারানো খুলনা বৃহস্পতিবার রাজশাহীর বিপক্ষে স্কোরবোর্ডে ৫১ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। আর টপ অর্ডার ব্যাটসম্যানদের এই ব্যর্থতাই তাঁদের হারের প্রধান কারণ হিসেবে মনে করছেন খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচ শেষের প্রেজেন্টেশনে তিনি বলেন, ‘আমি বলতে চাই টপ অর্ডারে আমরা যেভাবে ব্যাটিং করেছি। ৫০-৬০ রানের মধ্যে পাঁচটা উইকেট হারিয়েছে। আমার মনে হয় এটা কোনো এক্সকিউজ না। আমাদের আরও ভালো পরিকল্পনা নিয়ে আসতে হবে। এবং ব্যাটিং বিভাগের আরও ভালোভাবে প্রয়োগ করতে হবে। আমার মনে হয় এটা ভালো যে লোয়ার মিডল অর্ডার ভালো ব্যাটিং করছে। আমার মনে হয় পুরো ব্যাটিং অর্ডার বিশেষত টপ অর্ডারে আমি, সাকিব ও বিজয়কে আরও দায়িত্ব নিতে হবে।’
জয়ী দলের অধিনায়ক শান্ত বলেছিলেন কিছুটা আদ্রতা ছিল বলে টসে জিতলে তিনি বোলিং নিতেন। তবে শান্তর এই কথার সঙ্গে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করে রিয়াদ বলেন, ‘আমার মনে হয় ওই সিদ্ধান্তটা সঠিক ছিল। উইকেট হার্ড ছিল, নতুন বলে হয়তো কিছুটা সুইং ছিল।’
‘আমার মনে হয় উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। আমার মনে হয় আমরা ভালো ব্যাটিং করিনি। এটাই আসল জিনিস।’
খুলনা গেজেট/এএমআর