খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

ম্যানেজারসহ ফুলতলা কৃষি ব্যাংকের তিন কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

খুলনার ফুলতলায় কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (১ জুলাই) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।

খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. খন্দকার মজিবর রহমান ও অ্যাড. সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামীরা হচ্ছেন-বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী।

আদালত থেকে জানা গেছে, আসামীরা পরস্পর যোগসাজসে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫শ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারি পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা করেন। মামলা নং-১ /২০২১।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!