খুলনা, বাংলাদেশ | ৫ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

ব্যবসায়ীর টাকা ছিনতাই : পু‌লি‌শের এসআই ও কনস্টেবল গ্রেপ্তার

গেজেট ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে বরখাস্ত এস আই সাইফুল ও কনস্টেবল সাইফুল গ্রেপ্তার। ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশের এক এসআই ও এক কনস্টেবলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায়। বৃহস্পতিবার ব্যবসায়ী আবু জাফর বাদী হয়ে মামলাটি দায়ের করলে অভিযুক্ত দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, থানায় করা অভিযোগের পর তাদের বরখাস্ত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, এসআই সাইফুল আলম, কনস্টেবল সাইফুল ইসলাম ও পুলিশ সোর্স মো. রিপন, হারুন, রাজু।

পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর সকালে আবু জাফর একটি পিকআপ গাড়ি কিনতে সীতাকুণ্ডে আসেন। কিন্তু দামে না মেলায় তিনি গাড়ি না কিনে সন্ধ্যায় ফিরে যাবার সময় পৌরসদর বাসস্ট্যান্ডে শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশের তিন সোর্স তাকে ইয়াবা ব্যবসায়ী বলে ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে সীতাকুণ্ড থানার এসআই সাইফুল আলম ও ওসির বডিগার্ড কনস্টেবল সাইফুল ইসলাম যোগ দেয়।

পরে, নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর পেটে ইয়াবা আছে বলে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে এক্সরে করান। কিন্তু, ইয়াবা না পেলেও তার কাছ থেকে গাড়ি কেনার দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও তাকে মৃত্যুর ভয় দেখিয়ে একটি গাড়িতে তুলে দেয় তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!