তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগের দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে আজ (মঙ্গলবার) তৃতীয় ও শেষ ম্যাচটি হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর লড়াই। এ ম্যাচে টাইগার বোলারদের শাসন করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন জিম্বাবুয়ের ওপেনার রেজিস চাকাভা। তবে সেটি হতে দিলেন না তাসকিন আহমেদ। বোল্ড হয়ে চাকাভা ফিরলেন ক্যারিয়ার সেরা ৮৪ রান করে।
প্রায় ১৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি চাকাভা। আগের ৪৩ ম্যাচে অপরাজিত সর্বোচ্চ ৭৮ রানের ইনিংসটি খেলেছিলেন ২০১৯ সালে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। চলমান এই সিরিজের আগে সেটি ছিল তার একদিনের ক্যারিয়ারের একমাত্র ফিফটি। বাংলাদেশের বিপক্ষে গত ১৬ জুলাই প্রথম ওয়ানডে দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে আউট হন ৫৪ রানে।
আগের দুই পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেন হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সেই মাঠেই আজ কাঙ্ক্ষিত সেঞ্চুরির দিকে ছুঁটছিলেন। ব্যক্তিগত ৭৮ রানের মাথায় তাসকিন আহমেদকে বিশাল ছক্কা হাঁকিয়ে পৌঁছান ৮৪ রানে। এর পরেই যেন মনোযোগ হারিয়ে ফেলেছিলেন চাকাভা। তাসকিনের ফুল লেংথ স্টাম্প সোজা বলটিতে বাজেভাবে ক্রস ব্যাটে ফ্লিকের মতো করার চেষ্টা করেন তিনি। ব্যাটের ধারেকাছে ছিল না বল, উপড়ে যায় স্টাম্প।
সাজঘরে ফেরার সময় ৯১ বলে ৮৪ রানের ইনিংসটি সাজান ৭টি চার ও ১টি ছয়ের মারে।
খুলনা গেজেট/ টি আই