খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

বোলিংয়ে ছাড়পত্র পেলেন নারাইন

ক্রীড়া প্রতিবেদক

সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি থেকে বল করার জন্য ছাড়পত্র পেলেন দলটির তারকা স্পিনার সুনীল নারাইন। একইসঙ্গে তাকে যে সতর্কতা দেওয়া হয়েছিল তাও এখন উঠে গেল। রবিবার এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে আইপিএল।

এর আগে চলমান মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কলকাতার নাটকীয় জয়ের ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় নারাইনের বোলিং। আবুধাবিতে দীনেশ কার্তিকদের ২ রানের জয়ের ম্যাচে দারুণ বল করে জয়ে ভূমিকা রেখেছিলেন এই ক্যারিবিয়ান স্পিনার।

সে সময় এক বিবৃতিতে আইপিএল জানায়, আইপিএলের সন্দেহভাজন ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশন পলিসি অনুযায়ী মাঠের আম্পায়াররা এই রিপোর্ট দিয়েছে। আপাতত নারাইনকে সতর্কতা দেওয়া হয়েছে। তবে আইপিএলের নিয়মঅনুযায়ী তিনি পরের ম্যাচগুলো খেলতে পারবেন।

কিন্তু এই আসরেই আরও একবার ডানহাতি নারাইনের বোলিং প্রশ্নবিদ্ধ হলে তাকে নিষিদ্ধ হতে হবে। আর টুর্নামেন্টে ফিরতে হলে বিসিসিআইয়ের ছাড়পত্র পেয়েই আসতে হবে।

এর আগে ২০১৪ সাল থেকেই প্রশ্নবিদ্ধ বোলিং নিয়ে ভুগছেন নারাইন। তিনি সেবার চ্যাম্পিয়নস লিগে দুবার ত্রুটিযুক্ত বোলিংয়ের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে অ্যাকশন শুধরাতে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেননি তিনি।

২০১৫ সালের আইপিএলে আরও এক দফা নারাইনের বোলিং প্রশ্নবিদ্ধ হয়, আর সেবছর নভেম্বরে বোলিং থেকে নিষিদ্ধ হন।

আইসিসি নারাইনের বোলিংয়ে ২০১৬ সালের এপ্রিলে ছাড়পত্র দেয়। তবে সেবছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন। পরবর্তীতে ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগে আরও একবার তার বোলিং প্রশ্নবিদ্ধ হয়।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!