মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ। পাকা ধানের শীষ দুলছে বাতাসে। ধানের ঘ্রানে মৌ মৌ চারদিক। এরই মধ্যে শুরু হয়েছে সোনালী ধান কাটার উৎসব। তাই ব্যস্ত সময় পার করছেন মোড়েলগঞ্জের কৃষকেরা।
বাগেরহাটের মোড়েলগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের বাম্পার এই ফলনে ফুটেছে কৃষকের মুখে হাসি। উপজেলার দেবরাজ, খারইখালী, পঞ্চকরণ, কুমারিয়া জোলা গ্রামের শতাধিক কৃষক ১৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের উৎপাদন করেছে।
দেবরাজ গ্রামের কৃষক আক্কাস হাওলাদার, শওকত হাওলাদার সহ একাধিক কৃষকরা জানান, দেশীয় আমন ধান কাটার পরে জমি পতিত অবস্থায় পড়ে থাকত। কৃষি অফিসের পরামর্শে এবারে বিঘা প্রতি ৫০ মন ধান ঘরে তুলতে পারবেন বলে ধারনা করছেন কৃষকরা।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিপংকর সমাদ্দার বলেন, এবারে প্রথম কৃষকদের বোরো প্রণোদনা দেওয়া হয়েছে। সঠিক সময়ে সার বীজ কীটনাশক দেওয়ায় কৃষক বোরো ধানের বাম্পার ফলন পেয়েছে।
এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নির্দেশনা অনুযায়ী কোন জমি অনাবাদি থাকবে না। সে লক্ষ্যে তার ইউনিয়নে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করছেন। বোরো উৎপাদন হয়েছে ব্যাপক হারে।
খুলনা গেজেট/ এস আই