খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কদরুলের সন্ধান দাবি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মো. কদরুল হাসানের সন্ধানের দাবি জানিয়েছে তার পরিবার ও শিক্ষার্থীরা। সহযোদ্ধা কদরুলকে ফিরে পেতে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছে। সোমবার (৯ সেপ্টম্বর) বিকালে নগরীর ময়লাপোতা মোড়ে খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানবন্ধন ও সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানায়, গত ৫ সেপ্টম্বর ময়লাপোতা মোড় এলাকায় ত্রানের কার্যক্রম করছিলেন। রাত থেকে তিনি নিখোঁজ। চারদিনেও তার কোন খোঁজ মেলেনি। প্রশাসনের পক্ষ থেকেও তাঁর কোন সন্ধান দিতে পারেনি। তারা চেষ্টা করলে, সঠিক তদন্ত করলে দ্রুত সময়ের মধ্যে কদরুল হাসান ভাইকে ফেরত দিতে পারে। আমরা অবিলম্বে আমার ভাইকে ফেরত চাই।

প্রশাসন ও সরকারের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন, আর কোন খুন, গুম, নির্যাতন, অত্যাচার, নিখোঁজ বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা মেনে নেবে না। ২৪ ঘন্টার মধ্যে কদরুল ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এর জন্য কোথায় যাবেন, কি করবেন এ ধরনের কোন প্রশ্নের উত্তর আমরা শুনতে চাই না। কদরুল ভাইকে ২৪ ঘন্টার মধ্যে দেখতে চাই। পরবর্তীতে মানববন্ধন নয়, সরাসরি এ্যাকশনে যাবো আমরা।

নিখোঁজ কদরুল হাসানের স্ত্রী সাঈদা খাতুন বলেন, আমার স্বামী কদরুল হাসান শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের জন্য চেষ্টা করেছে। তার সঙ্গে দুই বছরের শিশুটিও বলেছে বাবা স্বাধীনতা চাই, দেশ স্বাধীন চাই। আমরা দেশ ও সমাজকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমি আমার স্বামী এবং সন্তানের বাবাকে ফেরত পেতে চাই। আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এসময় নিখোঁজ কদরুল হাসানের স্ত্রী-সন্তান ছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন তার বড় ভাই আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহাদ, আজাদ, মিনহাজ, রাহাত, রাফসান, যুবায়ের, মুহিব প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!