খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

বৈশাখী হাওয়ায়, উত্তাল মন

আবদুস সালাম খান পাঠান

১.
সন্ধ্যা;-গোধূলি বেলা, বৈশাখী হাওয়ায় ঝড়-বৃষ্টির ছোঁয়ায়
-জুড়ায় দেহ-মন!!
বৃক্ষের ডালে বাঁশঝাড় উপবনে, ঝোপের আড়ালে, কতো-
পাখিরা বাসা বাঁধে, বসে বসে করে যে; কতো কুঞ্জন!
সবুজ ফসলের মাঠে, পাকা-ধানে বারবার দোলা দেয় মন!
কৃষানের অধরে ফোটে হাসি, আনন্দে ভরে দু’নয়ন!!
বাংলা নববর্ষে মহুয়া বনে, নদীতরঙ্গে নতুন স্বপ্নবিলাস,-
ফুলের সুরভিতে, ভালোবাসায় কতো হৃদয়-বন্ধন!
বসন্ত-বিদায়ে নবজীবনের অভিনব-স্পন্দন, বাংলার বর্ষবরণ।
সুফসলের মাঠে, অনাবিল সুখ, নবান্নের হাসি, ভালোবাসা
অগণন। গোলাভরা পাট-ধান, সোনালি হৃদয়, শান্তমন!!
-রাত্রির নৈঃশব্দে মেঘলা আকাশে; চাঁদের স্নিগ্ধ হাসি,
মিটিমিটি জ্যোৎস্নাতারা, কভু, দূরাকাশে অন্ধকার-
-ভেদ করি; বিদ্যুৎ চমক, নতুন ঝলক!! রজনী প্রহরে-
ঝিরি ঝিরি বর্ষণ। শীতল অনুভবে বাসনা উন্মন।

২.
বর্ষায় পাহাড়ী ঢলে, নদ-নদী অথৈ পানিতে ভরে, প্রকৃতি
বিরূপ, রুদ্র আবেশে, শ্যামল ভুবন।
পদ্মা, মেঘনার উত্তাল ঢেউ, রূপসী বাংলার-সুন্দর
আকর্ষণ, রূপালী ইলিশের ঝাঁক, অভিনব সুন্দর,
মৎস্য প্রজনন!!
বৈশাখে বৃক্ষলতা,-তৃণলতা নতুন পত্র-পল্লবে সবুজের
সমারোহ; মাটির মায়ায় প্রকৃতি প্রেম উন্মোচন।
ভালোবাসার সমুদ্রে,-সৌন্দর্যে গড়ি মাটির স্নেহের
-মায়ায় সুদৃঢ় বন্ধন!!




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!