খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত
খুলনায় মানববন্ধনে বক্তারা

‘বেড়িবাঁধ সংস্কারের অভাবে বিলীন হচ্ছে উপকূলের বিস্তীর্ণ জনপদ’

নিজস্ব প্রতিবেদক

উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জরুরি ও কার্যকর পদক্ষেপের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর পিকচার প্যালেস মোড়ে শনিবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বেড়িবাঁধ সংস্কারের অভাবে বিলীন হতে চলেছে উপকূলের বিস্তীর্ণ জনপদ। গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। জীবিকা হারিয়ে অসংখ্য মানুষ উদ্বাস্তু। দাই জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে উপকূলীয় এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ দ্রুত করতে হবে। এতে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সার্বিক পরিচালনা করেন খুলনা’র সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট, লিডার্স এবং সচেতন সংস্থা যৌথভাবে এই কর্মসূচীর আয়োজক।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে ও পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের সদস্য সচিব ও সিডিপি’র খুলনা’র সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সীমিতপরিসরে সমাবেশে বক্তৃতা করেন জোটের আহ্বায়ক এসএম শাহনওয়াজ আলী, শ্যামল সিংহ রায় বাবলু, আ ফ ম মহসীন, মিজানুর রহমান বাবু, সাকিলা পারভীন, এ্যাড. মো. বাবুল হাওলাদার, সাংবাদিক কৌশিক দে বাপি, মফিদুল ইসলাম, এমএ কাশেম, মামুনুর রহমান তুহীন, মহেন্দ্রনাথ সেন, শেখ মেঃ. নাসির উদ্দিন, এসএম এ রহিম ও অধ্যক্ষ শিমুল বিরাহ বাপ্পি প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিনিয়ত উপকূলের কোন ন কঁকাঁক কে কোন স্থানে বাঁধ ভাঙ্গছে। এতে মানুষের দূর্ভোগ বাড়ছে। যতই সংস্কার করা হোক না কেন, ৬০ দশকে তৈরি করা আয়তনে ছোট উপকূলীয় বেড়িবাঁধ কোনভাবেই ওই অঞ্চলকে সুরক্ষা দিতে পারবে না। তাই দ্রুত জলবাযু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগকে বিবেচনায় রেখে নতুন পরিকল্পনায় বাঁধ নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে সরকারের নেওয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করতে হবে। তারা উপকূলের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের আওতায় একটি জরুরী তহবিল গঠনের দাবি জানান।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!