আসন্ন ঈদুল ফিতরের পূর্বে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ (১০০%) উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ। রাজধানীর মিরপুর কার্যালয়ে বাকশিস ও বিপিসির এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এই দাবি জানানোহয়।
বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। ড. একেএম আব্দুল্লাহর পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অধ্যক্ষ রহিমা খন্দকার, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডল, অধ্যাপক জহির উদ্দিন আজম, অধ্যক্ষ আব্দুল মোনায়েম প্রমুখ।
আলোচকগণ শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে সরকারী-বেসরকারী বৈষম্য দূরীকরণের জন্যে পর্যায়ক্রমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানজাতীয়করণের দাবি জানান।