বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ব্যক্তি মালিকানাধিন পাট, সুতা বস্ত্রকল শ্রমিকদের বাঁচার মতো ন্যায্য মজুরি প্রদান, শ্রম আইন প্রতি পালন, বন্ধ মিল কলকারখানা চালু, মেয়াদ উত্তীর্ণকারী তথাকথিত সিবিএ নেতৃবৃন্দের মিলের অর্থ লুটপাট বন্ধ, শ্রম আইন অনুযায়ি মুজুরি প্রদান ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ে কল কারখানা পরিদর্শক আরিফ হোসেনের নিকট সোমবার সকাল ১০ টায় স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ব্যক্তি মালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও এ্যাজাক্স জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা ও ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি, ওয়াহিদ মুরাদ, ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
খুলনা গেজেট/এনএম