বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৬ দফা দাবি আদায়ের লক্ষে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঢাকায় মানববন্ধন সফল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। ব্যক্তি মালিকানাধীন শিপলু টেক্সটাইলে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন উদ্যোগে মিল কলকারখানা চালু, ছাটাইকৃত শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবিতে ১৫ নভেম্বর ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী সফল করার লক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
নূন্যতম জাতীয় মজুরী বোর্ডের শ্রমিক পক্ষের সদস্য শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে ও ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খানের পরিচালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, এ্যাযাক্স জুটমিলের সিবিএ ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, শিপলু টেক্সটাইল মিলের সিবিএ সভাপতি লিটন মোল্লা, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, নওয়াপাড়া জুটমিলের সিবিএ ভারপ্রাপ্ত সভাপতি আঃ রাজ্জাক, সাধারন সম্পাদক শিমুল মোল্লা, তারেক হোসেন, মুন্সি লিয়াকত হোসেন, সেকেন্দার আলী, আঃ সালাম, নিজামউদ্দিন, নূরে আলম প্রমুখ।
সভায় ব্যক্তি মালিকানাধীন শ্রমিকদের বর্তমান বাজার দর ও ২৭‘শ টাকা মজুরি স্কেল অনুযায়ী নায্য মজুরি প্রদান, শ্রম আইন অনুযায়ী মুজুরি ও অধিকার প্রদান, বন্ধ মিল কারখানা চালু, শ্রমিককের সকল বকেয়া পাওনা পরিশোধ ও শ্রমিক নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয় এবং সেই লক্ষ্যে সকল শ্রমিকদেরকে ঢাকায় মানববন্ধনে যোগ দেওয়ার আহবান জানান হয়।
খুলনা গেজেট/এনএম