খুলনা, বাংলাদেশ | ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গ্রেপ্তার
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৫
  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেনাপোল সীমান্তে ক্রিস্টাল মেথ আইস, এলএসডি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও ক্যামিকেল আটক হয়েছে।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বুধবার দুপুরে বেনাপোলের কাগজপুকুর, দুর্গাপুর রোড ও আমড়াখালি এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি জানান, বিজিবির বিশেষ গোয়েন্দা রিপোর্টের ভিক্তিতে বেনাপোল সদর কোম্পানি বিজিবির একটি টহলদল বেনাপোলের কাগজপুকুর নামক স্থানে অভিযান চালায়। এসময় তারা যশোর-বেনাপোল মহাসড়কের পাশে মালিকবিহীন অবস্থায় ২ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের শূন্য দশমিক ৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও তিন কোটি ১২ লাখ টাকা মূল্যের তিন বোতল এলএসডি উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মঙ্গলবার অপর একটি অভিযানে বিজিবির টহলদল গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোলের দূর্গাপুর রোড থেকে ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল উদ্ধার করে। যার বাজার মূল্য ৩৫ লাখ ৮১ হাজার ৮৬২ টাকা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!