ভারত থেকে বন্ডের লাইসেন্সে(শুল্ক মুক্ত) আমদানীকৃত ডেনিম ফেব্রিক্স এর গাড়ীতে বিশেষভাবে লুকিয়ে আনা শাড়ী, থ্রিপিচ, বাংলা মদ, ফেন্সিডিল. বিদেশী সিগারেট, ওষুধ ,কারেন্ট জালসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
এ ঘটনার সাথে ভারতীয় ড্রাইভারের সরাসরি যোগাযোগ থাকলেও ট্রাকসহ ড্রাইভারকে ছেড়ে দেয়া হবে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২ মার্চ) সকাল ১১টার দিকে। আটক মালামালের মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
মালামাল আটকের ঘটনা নিশ্চিত করে বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজীজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বন্ডের লাইসেন্সের মাধ্যম ভারত থেকে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের গাড়ীর ভিতর বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ মদ, ফেন্সিডিল, ওষুধসহ অবৈধ ভারতীয় বিভিন্ন পণ্য আনা হয়েছে।
এ ধরনের সংবাদ পাওয়ার পর যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি টিম বেনাপোল বন্দর এলাকা থেকে ডব্লিউ বি ২৩সি-১৬১৫ নম্বরের একটি ভারতীয় ট্রাক জব্দ করে কাস্টমস হাউসে নিয়ে আসেন । পরে গাড়ী তল্লাশি করে ঘোষিত পণ্যের ভিতর থেকে আমদানী নিষিদ্ধ মদ, ফেন্সিডিল, নানা প্রকারের ওষুধসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।