যশোরের বেনাপোল থেকে অপহৃত যুবক ওমর ফারুক সুমনের মৃতদেহ মাগুরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও মাগুরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার এসআই শংকর বৃহস্পতিবার সদর উপজেলা এলাকার একটি মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করেন। অপহৃত যুবককে গত ৩/৪ দিন আগেই হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করেছে। গত ১১ নভেম্বর বেনাপোল থেকে অপহরণ হয় যুবক ওমর ফারুক সুমন। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শংকর বলেন, বেনাপোল বন্দর এলাকা থেকে যুবক ওমর ফারুক সুমন ১১ নভেম্বর অপহরণ হবার ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলাব্যাপী খোঁজ চালায়। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। পরে মাগুরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে এদিন তার মৃতদেহ জেলার সদর উপজেলা এলাকার একটি মাঠের জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পরই হত্যা করে মৃতদেহ ওই মাঠের জঙ্গলে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
খুলনা গেজেট/এনএম