খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেইট উদ্বোধন করলেন স্বরাট্রমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি

স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তিনি এমআরপি পাসপোর্টের প্রবর্তন করেছিলেন। আজকের সবার হাতে হাতে এমআরপি পাসপোর্ট। হাতের লেখা পাসপোর্ট বাদ দিয়ে আমরা এমআরপি পাসপোর্টে প্রবেশ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আজ আমরা ই-পাসপোর্টে চলে এসেছি। বিশ্বের সুনামধণ্য জার্মানীর একটি কোম্পানী আমাদের ই-পাসপোর্টের সহযোগিতা করেছেন। শুধু ই-পাসপোর্টই নয় ই-গেইট করার জন্য তারা সহযোগিতা করছেন। অন্যান্য স্থানের ন্যায় আজ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেইট এর উদ্বোধন করা হলো।

তিনি বলেন, আমরা পরবর্তীতে ই-ভিসায় ও চলে যাচ্ছি। ই-ভিসা ও এ্যাডভ্যান্স প্যাসেঞ্জার ইনফরমেশন পেলে আরো দ্রুততম সময়ের মধ্যে আমাদের বিমান বন্দর ও স্থল বন্দরের যেখানে ইমিগ্রেশন এর জন্য যাত্রীরা লাইনে দাঁড়াবে সেখান থেকে অতি দ্রুততার সাথে তাদের সার্ভিস পেয়ে যাবে। এটাই আমাদের প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এর সুফল এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরণ করতে পেরেছি। এখন আমরা তারই ঘোষনায় স্মার্ট বাংলাদেশে এ যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ মানে অনেকে অনেক কথা বলেন। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশকে বলেছেন স্মার্ট ইকোনমিক্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট গর্ভমেন্টস সব কিছু স্মার্টলি চলবে তাহলে ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশ সেখানে প্রবেশ করবো।

শনিবার (৪ মার্চ) বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক ই-গেইটের উদ্বোধন কালে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাস্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি, স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব) ডাক্তার নাসির উদ্দিন,  যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার,জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান (বি.এ.এম, এনডিসি, পিএসসি),  যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার পিপিএম) প্রমুখ।

যাত্রী সেবা সহজ ও নিরাপদ করতে বেনাপোল স্থলবন্দরে চারটি ই- গেইট স্থাপন করা হয়েছে। এর দুইটি ভারত থকে ফেরা ও দুইটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে ব্যবহৃত হবে। মাত্র ১৮  সেকেন্ডের মধ্যে যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করা হবে। এতে গমনাগমন নিরাপদ হবে। মানুষের ভাগান্তি কমবে। নাগরিক সেবা সহজ হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এসে পৌছে প্রথমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন চত্বরে মতবিনিময় শেষে চেকপোস্ট ইমিগ্রেশনের ই-গেইট উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বিকাল ৫টায় বেনাপোল ফুটবল মাঠে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এরপর বিকাল সাড়ে ৫টায় চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যকার রিট্রেট সেরিমনি অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। । পরে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেনাপোল পৌর বাস টার্মিনালের উদ্বোধন করেন তিনি।

খুলনা গেজেট /কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!