ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আটজনের কেউই শঙ্কামুক্ত নয়। বার্ন ইনস্টিটিউটগুলোর জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই আট জনেরই শ্বাসনালী পুড়ে গেছে।
সামন্ত লাল সেন শনিবার বলেন, আহতদের মধ্যে শরীরের বাইরের অংশ পুড়েছে কম।
“তাদের কারও শরীরের ৮-১০ শতাংশ পুড়েছে। কিন্তু সবারই শ্বাসনালী পুড়েছে। এজন্য তাদের কারও অবস্থাই আশঙ্কামুক্ত নয়।”
আগুনে দগ্ধদের মধ্যে আসিফ মোহাম্মদ খান, ড. কৌশিক বিশ্বাস, নাফিস আলম, মো. মাসুদ রানা, ডেইজি আক্তার রত্না, রেহান, মো. ইকবাল এবং দিহানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে রেহান ছয় বছর বয়সী, দিহানের বয়স ১১ বছর। তারা সবাই হাসপাতালের অরেঞ্জ ইউনিটে ভর্তি আছেন।
ভোট ঠেকাতে বিএনপির ডাকা হরতালের আগে শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে এসে থেমে যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। সে সময় ট্রেনের কয়েকটি বগি থেকে ধোঁয়া উঠতে দেখেন। সে সময় ভেতর থেকে ভেসে আসছিল যাত্রীদের আর্তচিৎকার। ওই ঘটনায় নিহত হয়েছেন চার জন।
খুলনা গেজেট/এনএম