বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রাম থেকে ফেনসিডিলসহ মহিষাডাংগা বারোপোতা গ্রামের গোলাম হোসেনের ছেলে নাসির উদ্দিন (৪৩) ও দক্ষিন বারোপোতা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে খোরশেদ আলম (৩০) নামে ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) দুপুরে স্থানীয় বৃত্তি আচড়া গ্রামের পাকা সড়কের উপর থেকে পাচারকারীদের আটক করে বিজিবি।
রঘুনাথপুর ক্যাম্প থেকে জানা যায়, গোপন সংবাদে তারা জানতে পারে বৃত্তি আচড়া গ্রামে দুইজন পাচারকারী বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিলের একটি চালান এনে মহিষাডাংগা বারোপোতা গ্রামে মজুদ করছে। এমন সংবাদে রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী ও ল্যান্স নায়েক আব্দুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল ও ৭৬ ফেনসিডিলসহ নাসির ও খোরশেদকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।