বেনাপোল বন্দরে ভারত থেকে আসা একটি পন্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক বাজি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া।
বুধবার (১৫ জুন) রাত ১১ টার দিকে দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের পাশ থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাক নম্বর WB 75-A5175 আটক করা হয়। পরে, ওই ট্রাক তল্লাশি করে তার মধ্য থেকে ৭৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উক্ত ট্রাকে অন্য কোন পন্য পাওয়া যায়নি।
এ ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ এস পি জুয়েল ইমরান।
খুলনা গেজেট/ আ হ আ