বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে বুধবার দুপুরে একটি ইজিবাইক তল্লাশি করে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ দুইজন নারী যাত্রীকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমোল্লা গ্রামের আব্দুলের স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম (৩৫) ও বাগেরহাট জেলার সদর থানার যাত্রাপুর গ্রামের শরীফ খানের স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন(২৭)।
আমড়াখালী চেকপোস্টর কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী জানান, বেনাপোল থেকে যশোরগামী প্রত্যেকটি পরিবহন এই চেকপোস্টে তল্লাশি করা হয় ।তারই অংশ হিসেবে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক তল্লাশি করে দুইজন নারীর কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক বহনের অভিযোগে তাদেরকে আটক করা হয় ।
বেনাপোল বিজিবি কোম্পানী সদরের কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম দুইজন নারীর আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম