যশোরের বেনাপোল স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রীদের হয়রানি, টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়া ও পাচার সিন্ডিকেটের ৬ প্রতারককে পুলিশ আটক করেছে। এরা হলো, বেনাপোলের সাদীপুর গ্রামের মোস্তফা মোড়লের ছেলে ইয়াছিন, মোশাররফ হোসেনের ছেলে জসিম উদ্দিন, আজিজ সরদারের ছেলে পাভেল সরদার, দুর্গাপুর গ্রামের আকমত আলীর ছেলে শফিকুল ইসলাম, মৃত চাঁদ আলীর ছেলে লুলু সরদার, আব্বাসের ছেলে মোসলেম হোসেন রকি। বুধবার দুপুরে যশোর পুলিশ অফিসে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাত্রীদের বিভিন্ন রকমের প্রলোভন ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারক চক্রের সদস্যরা পাসপোর্টধারী যাত্রীদের হয়রানি ও টাকাসহ মালামাল হাতিয়ে নিত। পুলিশ বিষয়টি জানতে পেরে তাদের আটকের জন্য অভিযান শুরু করে। এর মধ্যে গত ৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের আব্দুল লতিফ, তার বোন নুরজাহান, খালাতো বোন নাজমা খাতুন ও আলিমুনকে ভারতে পাঠানোর উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে আসেন। এখানে নামার পর এক প্রতারক সহজে ভারতে পার করে দেবে এমন প্রলোভন দেখিয়ে বেনাপোল ইমিগ্রেশন সংলগ্ন যশোর মানি চেঞ্জার অফিসের পিছনে একটি দোকান ঘরের মধ্যে তাদেরকে নিয়ে যায়। এরপর তাদের কাছ থেকে জোরপূর্বক ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আব্দুল লতিফসহ তাদেরকে উদ্ধার ও ইয়াছিন আলী নামে এক প্রতারককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ইয়াছিন আলী তার সহযোগীদের নাম প্রকাশ করে। এ তথ্যে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৬ জনকে আটক করে। এ ঘটনায় আব্দুল লতিফ বেনাপোল থানায় মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খানসহ পুলিশের কর্মকর্তারা।
খুলনা গেজেট/এমআর