খুলনা, বাংলাদেশ | ২১ ফাল্গুন, ১৪৩১ | ৬ মার্চ, ২০২৫

Breaking News

  ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, শ্যামনগরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। বুধবার (৫ মার্চ) খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের অন্ততঃ তিনটি পয়েন্টে জাইকার অর্থায়নে যেনতেনভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। অজ্ঞাত কারণে প্রকল্প সংক্রান্ত কোনো তথ্যও প্রকাশ করছে না পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টরা। কাজ করা হচ্ছে পানি উন্নয়ন বোডের কর্মকর্তা-কর্মচারীদের ইচ্ছেমত। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে কোনো সমন্বয়ও নেই। বক্তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য গাজী আবিদ হাসান, ইউপি সদস্য মো. আব্দুর রউফ, ইউপি সদস্য মুকুন্দ পাইক, ইউপি সদস্য বিকাশ মোন্ডল, স্থানীয় জনগোষ্ঠীর শেফালি বেগম, সিডিও’র মো. হাফিজ, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মো. শামীম হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশ কর্মী মো. ফজলুল হক, স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।

মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুনের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!