বন্যাজনিত কারণে বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যান্য ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের ওই দিনের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী জেলায় ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ওই দুইটি উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং অধিকাংশ রাস্তা তিন থেকে চার ফিট পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানসমূহ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এমতাবস্থায়, চলমান এইচএসসি পরীক্ষা ২০২৫-এর কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের উক্ত তারিখের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়
অনিবার্য কারণ বশত: ১০ জুলাইয়ের আলিম ইংরেজি ২য় পত্রের (বিষয় কোড-২৩৯) পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। আলিম ২০২৫ এর অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি) সহ ১০ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানানো হবে। অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে