আগামী কয়েকদিনে কমতে পারে তাপমাত্রা। ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। শুক্রবার রাতে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে আসতে পারে। ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের আভাস নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও বাংলাদেশের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। আর পাঁচদিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, তাপমাত্রা কমে আসতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলংকার কাছাকাছি অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
খুলনা গেজেট/ এস আই