খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

বীর মুক্তিযোদ্ধাদের মত নিঃস্বার্থ দেশ প্রেমিক হিসেবে নিজেদের গড়তে হবে : বিএন‌সি‌সি ডি‌জি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মহান ভাষা সৈনিক মুুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের এক স্মরণ সভা মঙ্গলবার ( ২৩ নভেম্বর) সখিপুর লাইট হাউজ হলরুমে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনসিসি’র মহা পরিচালক নাহিদুল ইসলাম (বিএসপি,এনডিসি,পিএসসি)। এসময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সুন্দরবন রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল হাসান মাহমুদ, রেজিমেন্ট এ্যাডজুটেন্ড মেজর ওমর ফারুক, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, ভাষা সৈনিক লুৎফর রহমানের ছেলে আবু রায়হান তিতু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।

প্রধান অতিথি বলেন, লুৎফর রহমানদের মত দেশ প্রেমিক, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আজ স্বাধীন বাংলাদেশে মাথা উচু করে কথা বলতে পারি। সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের মত নিঃস্বার্থ দেশ প্রেমিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এর আগে বেলা ১০ টায় সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের ভাষা সৈনিক লুৎফর রহমানের মাজারে গার্ড অব অনার শেষে পুস্প মাল্য অর্পণ করা হয়।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!