খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

বীজ পরীক্ষাগার আধুনিকীকরণ-শীর্ষক মতবিনিময়

গেজেট ডেস্ক

বীজ প্রত্যয়ন এজেন্সী, খুলনা অঞ্চলের উদ্যোগে কৃষি তথ্য সার্ভিস, খুলনার সেমিনার কক্ষে ’কেন্দ্রীয়, আঞ্চলিক ও জেলা বীজ পরীক্ষাগার আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বীজ প্রত্যয়ন এজেন্সী, খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড. রুবায়েত আরার সঞ্চালনা ও আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনার অধ্যক্ষ কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সী, সদর দপ্তরের উপপরিচালক (অর্থ ও হিসাব) কৃষিবিদ ড. মোঃ সাইফুল ইসলাম। বীজ প্রত্যয়ন এজেন্সী, সদর দপ্তরের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন উইংয়ের উপপরিচালক কৃষিবিদ মোঃ সওকত হোসেন ভূঁইয়া প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে আলোচনা করেন।

প্রধান অতিথি নূরুল ইসলাম বলেন, মান সম্পন্ন বীজের চাহিদা নিশ্চিতকরণের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বীজ অনুমোদন সংস্থা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে প্রতিষ্টানটি বীজ প্রত্যয়ন এজেন্সী হিসেবে নামকরণ করা হয়। বীজ প্রত্যয়ন এজেন্সীর রুপকল্প হলো- মানসম্পন্ন বীজের নিশ্চয়তা। আর মিশন বা অভিলক্ষ্যে হলো- উচ্চ গুনাগুন সম্পন্ন ও প্রতিকুলতা সহিষ্ণু জাতের মানসম্পন্ন বীজ উৎপাদন ও বিতরনে উৎপাদনকারীদের প্রত্যয়ন সেবা প্রদান এবং মার্কেট মনিটরিং কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে বীজের মান নিশ্চিতকরণ।

তিনি বলেন, ফসলের সর্বোচ্চ ফলন পেতে হলে ভাল বীজ প্রয়োজন। সীমিত জনবল ও সুযোগ ব্যবহার করে সেই মানসম্পন্ন বীজের প্রত্যয়নের দায়িত্ব পালন করে বীজ প্রত্যয়ন এজেন্সী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সীর সাবেক পরিচালক কৃষিবিদ সুধেন্দু মালাকার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ড. এস এম ফেরদৌস, খুবি এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. বিধান কুমার, সাবেক আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ আলাউদ্দিন ও কৃষিবিদ পরেশ কুমার রায়, মাগুরা জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মিজান মাহমুদ ও সুবীর কুমার বিশ্বাস, বিএডিসি’র উপরিচালক (বীজ বিপণন) দীপংকর মন্ডল, লবণচরা মেট্রোপলিটন কৃষি অফিসার ফরহ দিবা সামশ প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!