বটিয়াঘাটায় ল্যাট্রিনের সেফটি ট্যাংকির ভেতর থেকে গোলাম রসুল (২০) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া একতা মোড় এলাকার গোলাভিটা এলাকার মোঃ মুজিবুর রহমানের পুত্র ।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট মোঃ গোলাম রসুল বাড়ি থেকে নিখোঁজ হয় । অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ২৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে বটিয়াঘাটা থানায় একটি জিডি করে । উক্ত ডায়েরির ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বেলা সোয়া ২ টায় উক্ত মন্দির লাগুয়া ল্যাট্রিনের সেফটি ট্যাংক থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে ।
সূত্রে আরও জানায়, মৃত গোলাম রসুল ১৬ দিন পূর্বে হোগলাডাঙ্গা এলাকার আবুল মান্নান শেখের কন্যা তিন্নী বেগম (১৮) কে বিবাহ করে ।
এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করলেও তদন্তের স্বার্থে নাম গোপনীয়ভাবে রাখা হচ্ছে বলে জানায়। ময়না তদন্তের জন্য লাশ পুলিশ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্টে লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানায় ।
খুলনা গেজেট/এএ