বিহারে একক সংখ্যা গরিষ্ঠ দলের মর্যাদা পেল লালুপ্রসাদ যাদবের আরজেডি দল। কিন্তু জোটের নিরিখে সংখ্যাগরিষ্ঠ জনতা দল ( ইউনাইটেড)- এর নেতৃত্বে নীতিশ কুমার।
২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধান সভায় একক দল হিসাবে সংখ্যাগরিষ্ঠ দল আরজেডি। তার প্রাপ্ত আসন ৭৮। কিন্তু আরজেডি’র ইউপিএ জোট পেয়েছে ১১০। এই জোটে রয়েছে আরজেডি বা রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, সিপিআই ( এম এল) লিবারেশনসহ বামপন্থী দলগুলি। অন্যদিকে নীতিশ কুমারের জেডি (ইউনাইটেড)’র এনডিএ জোট পেয়েছে ১২৫ টি আসন। এই জোটের বিজেপি দল পেয়েছে ৭২ আসন। বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল।
তবে আরজেডি জোটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বামপন্থী দলগুলি। তারা ৩০ টি আসনে প্রার্থী দিয়ে ১৮ টি আসন পেয়েছে। স্ট্রাইক রেটে সর্বোচ্চ। এদিকে যে নীতিশ কুমার বিহারে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন তার জনতা দল ইউনাইটেড পেয়েছে মাত্র ৪৬ টি আসন।
নির্বাচনী ফলাফল নিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ইভিএম – এ ধীর প্রক্রিয়ার গণনার মধ্যে বড়সড় কারচুপির জন্যই আমাদের ম্যাজিক ফিগারে পৌঁছাতে দেয়নি।
খুলনা গেজেট/এনএম