বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টবি র্যাডফোর্ড। সাবেক কোচ সাইমন হেলমটের স্থলাভিষিক্ত করা হয়েছে এই ইংলিশ কোচকে। বাংলাদেশে এসে কাজ করতে পেরে বেশ আনন্দিত র্যাডফোর্ড। নিজের কোচিং অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের তরুণদের মেধা কাজে লাগিয়ে সাফল্য পেতে চান এই ইংলিশ কোচ। বুধবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র্যাডফোর্ডের ভাষ্যমতে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্সের প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে এবং আন্তর্জাতিক স্তরে ধারাবাহিক সাফল্যের যাত্রায় তাদের সাথে কাজ করা এবং বিকাশে সহায়তা করা আমার পক্ষে বিশেষ সুযোগ হবে।’
র্যাডফোর্ড বলেন, ‘আমি ভবিষ্যতে তাদের খেলোয়াড়দের গঠনে সহায়তা করার এই দুর্দান্ত সুযোগের জন্য বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। কাজ শুরু করার তর আমার সইছে না।’
র্যাডফোর্ড বিশ্বের বিভিন্ন একাডেমিতে প্রধান কোচ হিসাবে ভূমিকা পালন করেছেন। কোচিং ক্যারিয়ার প্রশংসাপূর্ণ এক জীবনবৃত্তান্ত নিয়ে বাংলাদেশে চলে আসেন। এই ইংলিশ কোচের প্রথম পরীক্ষা হবে আসন্ন শ্রীলংকা সফর, যেখানে জাতীয় দলের সঙ্গে যাচ্ছে এইচপি দল।
বোর্ড তাদের মধ্যে এইচপি দলকে প্রেরণে আগ্রহী যাতে টেস্ট দলকে সাহায্য করতে পারে অনুশীলনে। কেননা করোনা পরিস্থিতিতে লম্বা সময় ধরে খেলাধুলা থেকে বিরত রয়েছে দেশের ক্রিকেটাররা। ২০১৮ সালে এইচপি দলের শ্রীলঙ্কা সফরের কথা ছিল। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড প্রস্তাবিত সিরিজের ব্যয় বহন করতে অস্বীকার করার পরে সেটি বাতিল হয়।
এইচপি দল শ্রীলংকা সফরে জাতীয় দলের বিপক্ষে নিজেদের ভেতর ম্যাচ খেলার পাশাপাশি শ্রীলংকার ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার-দিনের এবং পাঁচটি ৫০ ওভারের ম্যাচও খেলবে বলে আশা করা হচ্ছে।
খুলনা গেজেট/এএমআর