আগামী ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিসিবি এইচপি (হাই পারফরম্যান্স) দলের প্রস্তুতি ক্যাম্প। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি এইচপি ইউনিটের ম্যানেজার জামাল বাবু। এই ক্যাম্পে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফসহ যোগ দেবেন ৪০ জন সদস্য।
ক্যাম্প শুরুর আগে আগামীকাল প্রত্যেক ক্রিকেটার এবং স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। তবে সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ টবি রেডফোর্ডকে এখনই পাচ্ছে না এইচপি দল। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন বাবু।
এইচপি ইউনিটের ম্যানেজার বলেন, ‘আমরা ৭ অক্টোবর থেকে ক্যাম্প শুরুর আশা করছি। এই ক্যাম্পে সকল স্কোয়াডের সকল ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা থাকবে। আগামীকাল তাঁদের করোনা পরীক্ষা করানো হবে। টবি শুরুতে থাকছেন না। তবে আমরা আশা করছি অক্টোবরের ১০ তারিখে চলে আসবেন তিনি।’
কিছুদিন আগে বিসিবির কাছে কয়েকটি শর্ত তুলে ধরেন টবি রেডফোর্ড। যেখানে ১০ হাজার ডলার অগ্রিম টোকেন মানি দাবি করেন তিনি। একই সঙ্গে ইংল্যান্ড থেকে একজন মনোবিদ নিয়ে আসারও ইচ্ছা প্রকাশ করেন এই কোচ।
বিসিবি অবশ্য রেডফোর্ডের শর্তগুলো মেনে নেয়নি এখনও। এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এই প্রসঙ্গে বলেছেন, ‘চাকরির একটা নিয়ম আছে। কিছু শর্ত থাকে, যেগুলো মেনে চলতে হয় উভয়পক্ষকে। নিয়মের বাইরে গিয়ে তাকে কোনো সুবিধা দিতে পারব না। টবি একজন পেশাদার কোচ। আশা করি, সে নিয়ম মেনে কাজে যোগ দেবে।’
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটিং এবং সহকারি কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন রেডফোর্ড। ঘরোয়া ক্রিকেটে কাউন্টি ক্লাব গ্ল্যামারগন ও মিডলসেক্সের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরামর্শকও ছিলেন এই ইংলিশ।
খুলনা গেজেট/এএমআর