বসন্তে এবার কোকিল ডেকেছিল
মধুমাসে মধুও ছিলো।
বর্ষায় দুকূল উপচে জল প্রবাহিত হলে
আটকাবার কোন উপায় নেই।
শরতে ঢাক বাজবে, শিউলি হাসনা-হেনা হাসবে
অভাগার আর হাসা হবে না।
হেমন্তে নবান্নের গন্ধে মৌ মৌ হবে চারদিক
কেউ নেই অভাগাকে আমন্ত্রণ জানাবার।
শীতে কাঁপুনি এলে
শরীরে বালাপোশ কে দিবে ঢেকে?
তখনো কি ভালো বাসবে না?
খুলনা গেজেট/এএজে