খুলনা, বাংলাদেশ | ২৭ ফাল্গুন, ১৪৩১ | ১২ মার্চ, ২০২৫

Breaking News

  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন 

বিশ্ব শিশু দিবস উপলক্ষে খুলনায় তিন দিনব্যাপী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে খুলনা শিশু একাডেমি তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’।

আগামী ৫ অক্টোবর সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুম অ্যাপের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। সাড়ে ১০ টায় খুলনা শিশু একাডেমিতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (কেবল শিশু একাডেমির প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ শিক্ষা কেন্দ্রের শিশুদের জন্য)।

ক-বিভাগ: শিশু বিকাশ শিক্ষা কেন্দ্র এবং খ-বিভাগ: প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। সকাল ১১টায় ভার্চুয়াল পদ্ধতিতে ‘আমার কথা শোন’ আলোচনা অনুষ্ঠিত হবে।

৮ অক্টোবর জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা (শুধু কন্যাশিশুদের জন্য)। ক বিভাগ শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত, বিষয়: সকল শিশুর সমঅধিকার, খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি বিষয়: কন্যাশিশুর সুরক্ষা। চিত্রাংকন প্রতিযোগিতা (কেবলমাত্র অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য) ক-বিভাগ ১৮ বছর বয়স পর্যন্ত, বিষয়: উন্মুক্ত। চিত্রাংকন প্রতিযোগিতা সকল শিশুর জন্য ক-বিভাগ শিশু থেকে ২য় শ্রেণি, বিষয়: উন্মুক্ত, খ-বিভাগ ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত, গ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত। খ ও গ বিভাগের বিষয় : প্রাকৃতিক দৃশ্য। মাধ্যম জল রং/প্যাস্টেল রং। সকাল ১০টায় ভার্চুয়াল পদ্ধতিতে ‘আমার কথা শোন’ আলোচনা অনুষ্ঠিত হবে।

১১ অক্টোবর সকাল ১০টায় গল্পবলা প্রতিযোগিতা (শুধু পথশিশু, শ্রমজীবী শিশু এবং সুবিধাবঞ্চিত ছেলে শিশুদের জন্য)। ক-বিভাগ ১৮ বছর পর্যন্ত। সকাল ১১টায় সামপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রচনা প্রতিযোগিতা ৫০০ শব্দের মধ্যে এ-ফোর সাইজের এক পৃষ্ঠায় লিখতে হবে। ৮ অক্টোবর সকাল ১১টার মধ্যে রচনা খুলনা শিশু একাডেমি কার্যালয়ে জমা দিতে হবে। চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার খাতায় প্রতিযোগীর নাম, স্কুলের নাম, শ্রেণি, মোবাইল নম্বর ও জন্ম তারিখ অবশ্যই লিখতে হবে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!