খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসি পুনর্গঠনে নির্বাচন কমিশনের সামনে আগামীকাল বেলা ১১টায় এনসিপি’র বিক্ষোভ কর্মসূচি
  এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যায় না : আখতার হোসেন
  ইসি পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে : নাহিদ
  চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টে রিট ; শুনানি রোববার
  অনুর্ধ্ব-১৮ নারী টি-টোয়েন্টি ক্রিকেটে রংপুরকে ৩ উইকেটে হারিয়ে খুলনার জয়

বিশ্ব মৌমাছি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মৌমাছি দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলার বুড়িগোয়ালিনীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও বনজীবী নারী উন্নয়ন সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় স্থানীয় মৌয়াল, মৌচাষী, নারী, শিশু, যুব, গৃহিণী, পরিবেশ কর্মী এবং সমাজ কর্মীরা অংশ নেন। সভাপতিত্ব করেন বনজীবী নারী উন্নয়ন সংগঠন এর সভাপতি শেফালী বিবি।

সভায় বারসিকের কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় বক্তারা মৌমাছির পরিবেশগত গুরুত্ব এবং মধু উৎপাদন ও পরাগায়নে তাদের ভূমিকার ওপর জোর দেন।

বক্তারা মৌমাছি পালনে আধুনিক পদ্ধতি অবলম্বন এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সভায় স্থানীয় বনজীবী মো. ছফেদ আলী সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মৌমাছির গুরুত্ব তুলে ধরেন এবং নির্বিচারে বন উজাড় ও কীটনাশকের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, মৌমাছি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মৌমাছি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করে প্লাকার্ড প্রদর্শন করেন।

এ সময় পাশাপাশি মৌচাষীদের সরকারি প্রণোদনা প্রদান, প্রকৃত মৌয়ালদের তালিকা প্রস্তুতকরণ, বিষটোপ নিয়ে সুন্দরবনে প্রবেশাধিকার নিষিদ্ধ করাসহ প্রকৃতি ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, বিধান মধু, মারুফ হোসেন মিলন, চম্পা মল্লিক, আবুল কালাম আজাদ, বরষা গাইন, মনিকা পাইক, প্রতিমা চক্রবর্তী, যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!