খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা আজ (সোমবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য আবাসন : ভবিষ্যতের উন্নত নগর’। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং গণপূর্ত বিভাগ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ড. মোহাম্মদ শাহানুর আলম, খুলনা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন খান।

এতে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা  প্রশাসক(সার্বিক) জিয়াউর রহমান। দিবসটি উপলক্ষে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক উর রহমান।

অতিথিরা বলেন, সরকার মানুষের মৌলিক অধিকার আবাসন নিশ্চিতে ব্যাপক কাজ করে যাচ্ছে । গরীব অসহায় মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয় প্রকল্প, জমি আছে ঘর এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে খুলনার বস্তি এলাকাগুলোকে চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

মতবিনিময় সভায় অনলাইনে জুমে অ্যাপে উপজেলা নির্বাহী অফিসাররা যুক্ত ছিলেন।

 

খুলনা গেজেট/ কে এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!