খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন; নিহত ১, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

বিশ্ব পরিবেশ দিবসে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ

ইবি প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৫ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এ বৃক্ষরোপণ করা হয়।

জানা যায়, ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ২০ টি চারা রোপণ করেন সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া বর্ষা মৌসুমে ১০০০ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন ও শরিফুল ইসলাম। এছাড়া সংগঠনটির সহ সভাপতি বনি আমিন, মৃদুল হাসান রাব্বিসহ হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় আগামীতেও আমরা এইরকম কর্মসূচী অব্যাহত রাখবো।”

সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ‘গ্রিণ উইক’ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই বৈরী আবহাওয়ার মাঝেও আমরা মোটামুটি ২০টি গাছের চারা রোপণ করেছি। বৃষ্টির মৌসুম আসলে আমরা পুরো ক্যাম্পাসে আরও এক হাজার গাছের চারা রোপন করব। তবে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!