“সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরায় বার্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নেতৃত্বে সিভিল সার্জন অফিস হতে শোভাযাত্রাটি বের হয়ে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, আইআরডিডিআরবি, উন্নয়ন সংগঠন ব্র্যাক, লাইট হাউজ কনসোর্টিয়াম, বরসা, সুর্যের হাসি ক্লিনিক, ডিআরআরএ, স্বদেশ, ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, উত্তরণ ও এসকেএস সহ বিভিন্ন বেরকারি উন্নয়ন সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক নিজ হাতে করোনা প্রতিরোধে সাধারণ জনগণের মাঝে মাক্স বিতরণ করেন।
এসময় এক সংক্ষিপ্ত পথ সভায় জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল বলেন এইডস একটি মারাত্মক সংক্রমক রোগ। প্রাণঘাতী এই রোগ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এইডস থেকে মুক্ত থাকতে ঝুকিপূর্ণ যৌনমিলন হতে বিরত থাকতে সবাইকে আহবান জানিয়ে তিনি আরও বলেন, এইডস এর মতো আরও এক ভয়াবহ ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে জেলা প্রশাসন সবসময় কাজ করছে। এজন্য সাতক্ষীরা জেলায় ৯ লাখ মাক্স বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। যারা মাক্স পরতে অনিহা দেখাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। জেলায় এপর্যন্ত ৯০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পূলক চক্রবর্তী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোছাঃ শাহিনুর খাতুন, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, লাইট হাউজ ম্যানেজার সঞ্জু মিয়া, বরসার সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামানসহ সরকারি ও বেসরকারি সংগঠনের কর্মকর্তা ও হিজড়া জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এ হোসেন