খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪ হাজার প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সোয়া দুই লাখের বেশি। ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৯ লাখ ৬৯ হাজার। মোট আক্রান্ত ৩ কোটি ১৫ লাখ মানুষ।

সোমবারও (২১ সেপ্টেম্বর) বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৭৫ হাজারে। দেশটিতে কোভিড নাইনটিনে এ পর্যন্ত ৮৯ হাজার মানুষের মৃত্যু এবং সাড়ে ৫৫ লাখের বেশি আক্রান্ত হয়েছেন।

৪৫৫ জনের মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ সাড়ে ৩৭ হাজারের মতো। সংক্রমিত ৪৫ লাখ ৬০ হাজারের বেশি। দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। একদিনে মারা গেছেন রেকর্ড ৪২৯ জন। দেশটিতে এ পর্যন্ত সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু এবং সাড়ে ৬ লাখ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। দৈনিক প্রাণহানি অনেকটা কমেছে যুক্তরাষ্ট্র-মেক্সিকোতে।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!