বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৬ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬৭ লাখের বেশি। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে পৌনে তিন কোটি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
এদিকে, গত ২৪ঘন্টায় বিশ্বে আরও ৬ হাজারের বেশি মানুষ মারা গেলেন করোনাভাইরাসে। ফলে, মোট প্রাণহানি ছাঁড়ালো ১০ লাখ ৬৬ হাজারের ঘর। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রেকর্ড ৩ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয় কোভিড-১৯। তাতে, মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ ছাঁড়ালো। দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনো শীর্ষে ভারত। ৯৬৭ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি এক লাখ ৭ হাজারের মতো। যুক্তরাষ্ট্রও এদিন দেখেছে ৯৫৭ জনের মৃত্যু; দেশটিতে মারা গেছেন দু’লাখ ১৮ হাজারের মতো মানুষ। দিনের তৃতীয় সর্বোচ্চ ৭৩০ জনের মৃত্যু দেখলো ব্রাজিল। নতুনভাবে আর্জেন্টিনা, মেক্সিকো ও ইরানে বৃদ্ধি পেয়েছে প্রাণহানি। দ্বিতীয়দফায় মহামারির সংক্রমণ বাড়ছে ইউরোপের দেশগুলোয়।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১০ লাখ ৬৬ হাজার ৩২৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের তিন কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ৫৭৫ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৯ লাখ ৭০ হাজার ২৬৪ জন চিকিৎসাধীন এবং ৬৭ হাজার ৭৫৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ২২৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
খুলনা গেজেট/এআইএন