খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

বিশ্বে করোনায় মৃত্যু ৩৫ লাখ ছুঁই ছুঁই, আক্রান্ত পৌনে ১৭ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

গত রোব ও সোমবারের তুলনায় মঙ্গলবার বিশ্বজুড়ে কিছুটা বেড়েছে প্রাণঘাতী রোগ করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিন বিশ্বে মারা গেছেন ১১ হাজার ৯৩৬ জন করোনা রোগী এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ২২৬ জন। বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৯৮ হাজার মানুষের, আক্রান্ত ১৬ কোটি ৮৪ লাখ।

বিশ্বের দেশগুলোতে করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনা ভাইরাস ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বে মারা গিয়েছিলেন ৮ হাজার ৮১৭ জন করোনা রোগী, আর এ রোগে সে দিন আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৪০ হাজার জন।

এর আগের দিন রোববার বিশ্বে মারা গিয়েছিলেন ৯ হাজার ৮৬৪ জন, আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৮ হাজার জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৮১৬ জন, মারা গেছেন ৪ হাজার ১৭২ জন।

দৈনিক আক্রান্ত ও মৃতের তালিকায় ভারতের পরেই অবস্থান করছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮৪৫ জন, মারা গেছেন ২ হাজার ১৯৮ জন।

দৈনিক আক্রান্তের হিসেবে তৃতীয় স্থানে আছে দক্ষিণ আমেরিকার অপর দেশ আর্জেন্টিনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬০১ জন, মারা গেছেন ৫৭৬ জন।

তবে দৈনি মৃতের হিসেবে আর্জেন্টিনার চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৬৪ জন এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৬৯ জন।

করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছর মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৮৫ লাখ ২ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন মোট ৩৪ লাখ ৯৯ হাজার ৯১৭ জন। বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ৪৫৯ জন। তাদের মধ্যে করোনার মৃদু উপসর্গ নিয়ে চলছেন ১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ১৪২ জন , গুরুতর অবস্থায় আছেন ৯৬ হাজার ২১৭ জন।

তবে এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার হারও কম নয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের মোট সংখ্যা ১৫ কোটি ১৩ হাজার ৪৬৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!