খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ১০ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

সারাবিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ১০ লক্ষাধিক। একদিনে বিশ্বজুড়ে আরও ৫ হাজার চারশ’র বেশি প্রাণ গেছে কোভিড নাইনটিনে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে তিন লাখের বেশি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৯১ জনের। মোট মৃত্যু এক লাখ ৫ হাজার ছুঁইছুঁই। ভারতে একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭২ হাজারের বেশি।

এদিকে আটশ’য়ের কাছাকাছি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (০৬ অক্টোবর) কোভিডে মারা গেছে সাতশ’র কাছাকাছি মানুষ।

সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে আবারও সাড়ে দশ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে। করোনায় বিশ্বে মোট প্রাণহানি ১০ লাখ ৫৪ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত ৩ কোটি ৬০ লাখের বেশি।

এ পরিস্থিতিতে, চলতি বছর শেষ নাগাদ করোনা প্রতিরোধে ভ্যাকসিন আসতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।

এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২ কোটি ৭১ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১০ লাখ ৫৩ হাজার ৯২৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৮০২ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৭ লাখ ৭৫ হাজার ২৫৯ জন চিকিৎসাধীন এবং ৬৭ হাজার ৫৮৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২ কোটি ৭১ লাখ ৩০ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!