বিশ্বজুড়ে কোভিডে মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। সবথেকে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো ও ভারতে। প্রথম ২৫ লাখ মানুষের মৃত্যুতে সময় লেগেছিল এক বছরেরও বেশি। তবে দ্বিতীয় ২৫ লাখ মৃত্যু হয়েছে মাত্র ৮ মাসে। রয়টার্সের এক প্রতিবেদনে এ জন্য অধিক সংক্রমক ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ি করা হয়েছে। গত এক সপ্তাহে দৈনিক ৮ হাজার জন মানুষ কোভিডে মারা গেছেন বিশ্বে। অর্থাৎ, প্রতি এক মিনিটে ৫ জনের মৃত্যু হচ্ছে এই মরণ ভাইরাসে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর হার কমে আসছে।
ওই প্রতিবেদনে বলা হয়, এখনও বিশ্বের অর্ধেকের বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজও পাননি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভ্যাক্সের অধীনে এখন শুধুমাত্র সেসব দেশেই ভ্যাকসিন দেয়া হবে যারা ভ্যাকসিন কার্যক্রমে পিছিয়ে আছে। ভ্যাকসিনের বিরুদ্ধে নানা প্রচারণা সত্যেও নাগরিকদের বেশিরভাগকেই কোভিডের ভ্যাকসিন দিতে পেরেছে যুক্তরাষ্ট্র। এরপরেও শুক্রবার দেশটিতে কোভিডে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত বিশ্বে এটিই সর্বোচ্চ। দেশটিতে ভ্যাকসিন কার্যক্রমের কারণে হাসপাতালে ভর্তির হার কমে আসছে বলে জানিয়েছে রয়টার্স। অপরদিকে রাশিয়ায় শুক্রবার কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৮৭ জন। এখন পর্যন্ত সেখানে মাত্র ৩৩ শতাংশ নাগরিক কোভিডের ভ্যাকসিন গ্রহণ করেছেন।
অঞ্চল হিসেবে দক্ষিণ আমেরিকা বিশ্বের সর্বোচ্চ কোভিড মৃত্যু দেখছে। বিশ্বে এখন পর্যন্ত যতো মানুষের কোভিডে মৃত্যু হয়েছে তার মধ্যে ২১ শতাংশই এই অঞ্চলের। এরপরেই রয়েছে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ। উভয় অঞ্চলেই ১৪ শতাংশ করে মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এএ