করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৬১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৬২ হাজার ২৭৯ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৮১ হাজার ২৯৭ হাজার। আর শনাক্ত ৪৬ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৮৩২ জনে।
গত একদিনের বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে ১৫ লাখ ৬ হাজার ৮৮৯ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ কোটি ৬৪ লাখ ১৫ হাজার ৪৯০ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শুক্রবার (১৮ মার্চ) এ তথ্য জানা গেছে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ১ হাজার ২২ জনের। আর সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়াতে ৪ লাখ ৭১৪ জন।
একই সময়ে শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি ২ লাখ ৭৫ হাজার ৮০৭ জন। আর মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ৫৭৬ জন।
এদিকে ভারতে আক্রান্ত ও মৃত্যুর অনেক কম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের মৃত্যুর পাশাপাশি ২ হাজার ৫৩৯ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে এ পর্যন্ত মোট শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৪৭৭ এবং ৫ লাখ ১৬ হাজার ১৬২ জনে।
গত একদিনে মৃত্যুর তালিকায় ঊর্ধ্বমুখী দেশের কাতারে রয়েছে ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, ইরান, ইন্দোনেশিয়া, জাপান, পোল্যান্ড, মেক্সিকো, মালয়েশিয়া, হাঙ্গেরি ও হংকং।